Tinpahar
No Comments 33 Views

আলোকিত কথামালা

দৃশ্যপট কেবলি বদলে যায় : কখনো কাঙ্খিত
কখনোবা অবাঞ্চিত –
তবু সেই বিবর্তিত দৃশ্য ছুঁয়ে যায়
মনের গভীরে
চতুষ্পার্শ্ব স্পষ্ট হয়ে ওঠে
ভোরের আলোয় :
বেলা বাড়লে ক’লকাতার পথে -ঘটে
ভালোমানুষের ভীড়ে
কেটে যায় অন্ধকার …

তারপর সকাল থেকে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল,
বিকেল গড়িয়ে নেমে আসে
অন্ধকার : ক্রমশ অস্পষ্ট হয় সবকিছু,
গ্রাস করে স্থায়ী সুখ
সুখের সংসার :
প্রত্যাশায় কেটে যায় সারারাত,
ইতস্তত গাছের পাতার ফাঁক দিয়ে
ছুঁয়ে যায় আলো
ছুঁয়ে যায় আমার আঙিনা …

জানি নিসর্গ আমারি জন্যে বেঁচে আছে
সারাক্ষণ। চিরচেনা সংসারের সেই এক
অপরিবর্তিত ছবি :
আলোকিত কথামালা।

 

About the author:
Has 215 Articles

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

Back to Top